৫ মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে সরকার অবগত নয়: প্রেসসচিব শফিকুল আলম

৫ মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে সরকার অবগত নয়: প্রেসসচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের পাঁচজন আইন প্রণেতার পাঠানো চিঠি নিয়ে সরকার অবগত নয়।’ বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

প্রেসসচিব জানান, সরকার ৫ মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে অবগত নয়। তবে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।


আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে। নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাদ দিয়েছে। সে জন্য এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না।

 
জানা যায়, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্রবিষয়ক কমিটির জ্যেষ্ঠ সদস্যরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন।


চিঠিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা পরিহার ও মানবাধিকার রক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এতে বলা হয়, বর্তমানে একটি জাতীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এমন সময় ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগকে স্বাগত জানানো হয়। তারা আশা প্রকাশ করেন, আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতে সক্রিয় ভূমিকা নেবে অন্তর্বর্তী সরকার।

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা পরবর্তী

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা

কমেন্ট