
১২ বছর বয়সী এক মেয়ে ধর্ষণ থেকে বাঁচতে একটি চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েছে। তবে মেয়েটি প্রাণে বেঁচে গেছে। কারণ, সে একটি অস্থায়ী নিরাপত্তা জালের ওপর পড়ে। তাকে
হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, এক ব্যক্তি মেয়েটির কাছে তার ঠিকানা জানতে চায়। এরপর তাকে কৌশলে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে যায়। লোকটি তাকে শারীরিকভাবে হেনস্তা করে। মেয়েটির একটি জুতা নিচে পড়ে গেলে রিকশা শ্রমিকরা তাকে ছাদের ওপর দেখতে পায়।
রিকশা শ্রমিকরা জানান, মেয়েটি আত্মহত্যার চেষ্টা করছিল কি না সেটা জানা যায়নি। তারা দ্রুত তাদের সঙ্গে থাকা কাপড় দিয়ে একটি নিরাপত্তা জাল তৈরী করে তাকে সেটির ওপর লাফিয়ে পড়তে বলে।
তারা জানান, মেয়েটি জালের ওপর লাফিয়ে পড়ে কিন্তু সেটি ছিঁড়ে গেলে সে কংক্রিটে আঘাত পায়। এতে তার পিঠের হাড় ভেঙে যায়।
এদিকে, পুলিশের এক কর্মকর্তা জানান, একটি লোকের হাত থেকে বাঁচতে মেয়েটি ৪ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে। ওই ব্যক্তিকে আটক করতে পুলিশের অভিযান চলছে।
কমেন্ট