পোপের সঙ্গে সেলফি তুলে তারকা বনে গেছেন চিকিৎসক

পোপের সঙ্গে সেলফি তুলে তারকা বনে গেছেন চিকিৎসক

[caption id="attachment_150058" align="alignnone" width="728"] This handout photograph provided by Daniel Bashir and taken on March 19, 2018, shows 26-year-old Pakistani Christian national Daniel Bashir (R), a medical doctor, taking a selfie with Pope Francis after presenting him a traditional handicraft fabric (Sindhi Ajrak) during a youth conference in Vatican City.
A Pakistani Christian whose selfie with the Pope has gone viral has spoken of his "heartache" at the treatment of minorities in Pakistan, and said the pontiff told him he was praying for peace. Bashir, a 26-year-old doctor in Karachi, told AFP he took the selfie with the leader of the world's Catholics during a youth conference at the Vatican last month.
/ AFP PHOTO / Daniel Bashir / HANDOUT / -----EDITORS NOTE --- RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / DANIEL BASHIR" - NO MARKETING - NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS - NO ARCHIVES[/caption] ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সেলফি তুলে রীতিমতো তারকা বনে গেছেন পাকিস্তানের এক চিকিৎসক। ড্যানিয়েল বাশির নামে ২৬ বছরের এ চিকিৎসক পাকিস্তানি খ্রিস্টান সম্প্রদায়ের একজন সদস্য। পোপের সঙ্গে তোলা তার সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেলফি তোলার ঘটনার বিবরণ দিয়ে ড্যানিয়েল বাশির এএফপিকে বলেন, গত মাসে ভ্যাটিকানে একটি যুব সম্মেলন অংশ নেয়ার সময় তিনি ওই সেলফিটি তুলেছেন। তিনি পোপকে সিন্ধুপ্রদেশের ঐতিহ্যবাহী আজরাখ শাল উপহার দিয়েছেন। পোপ সেই শালটি শরীরে জড়িয়ে চওড়া হাসি দিয়ে তার সঙ্গে সেলফিটি তুলেছেন। ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে বাশির লিখেছেন- আমার হৃদয়টা সুখে পরিপূর্ণ হয়ে গেছে। এএফপিতে দেয়া সাক্ষাৎকারে বাশির বলেছেন, পোপ শালটি দেখে খুশি হয়েছেন। আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে সেটি উপহার দিয়েছি। পোপ তাকে বলেছেন, পোপ প্রতিদিনই পাকিস্তানে শান্তির জন্য প্রার্থনা করেন। বাশির বলেন, ছবিটি ফেসবুকে পোস্ট করার পর তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আমার কাছেও প্রচুর ফোন আসতে শুরু করে। বিভিন্ন গণমাধ্যম আমার সাক্ষাৎকার নিতে আমার সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, পোপের সঙ্গে তিনি পাকিস্তানের সংখ্যলঘুদের ওপর যে বৈরী আচরণ করা হয়, তা নিয়ে কথা বলেছেন। চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় আইএসের গুলিতে চার খ্রিস্টান নাগরিক নিহত হয়েছেন। এর আগে গত বছর একটি গির্জায় আইএসের আত্মঘাতী হামলায় আটজন নিহত হয়েছিলেন। বাশির বলেন, করাচিতে আমি নিজেকে অনেকটা নিরাপদ মনে করি। কিন্তু বিভিন্ন অঞ্চলে খ্রিস্টান সংখ্যালঘুদের ওপর যে আচরণ করা হচ্ছে, তা দেখে আমি শঙ্কিত। তিনি বলেন, সংখ্যালঘুদের যে হামলা করা হয়, তাতে আমি ব্যথিত। কিন্তু পাকিস্তানে বাস করতে পেরে আমি সুখী।
সাফলতা পেতে জীবনযাত্রায় আনুন ৭ টি পরিবর্তন পূর্ববর্তী

সাফলতা পেতে জীবনযাত্রায় আনুন ৭ টি পরিবর্তন

কিশোরীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সোশ্যাল মিডিয়া! পরবর্তী

কিশোরীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সোশ্যাল মিডিয়া!

কমেন্ট