এবার মহাকাশে বিলাসবহুল হোটেল!

এবার মহাকাশে বিলাসবহুল হোটেল!

মহাকাশে খুব শীঘ্রই হোটেল নির্মাণ হতে চলেছে৷ সেখান থেকে বারবার সূর্য ওঠা দেখতে পারবেন হোটেলে বেড়াতে যাওয়া ব্যক্তিরা। যুক্তরাষ্ট্রের কোম্পানি ওরিয়ন স্প্যান এই প্রথম মহাকাশে বিলাসবহুল হোটেল খুলতে যাচ্ছে৷ মার্কিন এই সংস্থাটি চার বছরের মধ্যেই মহাশূন্যে ভাসমান হোটেলটি তৈরি করে ফেলবে৷ হোটেলটির নামকরণও হয়ে গিয়েছে৷ নাম দেওয়া হয়েছে অরোরা স্টেশন৷ সংস্থাটি জানিয়েছে, এক্ষেত্রে আপনাকে ১২ দিন সময় হাতে নিয়ে বের হতে হবে৷ ১২ দিনের ওই ট্যুরে থাকবে ৪ জন অভিযাত্রী ও ২ জন ক্রু মেম্বার৷ এর জন্য আপনাকে খরচ করতে হবে ৯.৫ মিলিয়ন ডলার৷ এর মধ্যে ৮০ হাজার ডলার আপনাকে অনলাইনে জমা করতে হবে৷ এটা অবশ্য ফেরতযোগ্য৷
রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি পূর্ববর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন পরবর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন

কমেন্ট