ওয়াশিংমেশিন যেভাবে পরিষ্কার করলে বছরের পর বছর কোনো সমস্যা হবে না

ওয়াশিংমেশিন যেভাবে পরিষ্কার করলে বছরের পর বছর কোনো সমস্যা হবে না

আজকাল আমাদের প্রযুক্তিনির্ভর জীবন হয়ে পড়েছে। মসলা বাটতে হলে মিক্সি আছে। গরম লাগছে, এসি চালিয়ে দিন। খুব ঠান্ডা, রুম হিটার চালান। তেমনই আমাদের দৈনন্দিন আরেকটি অত্যন্ত কার্যকরী ও প্রয়োজনীয় যন্ত্র হলো— ওয়াশিংমেশিন। জামাকাপড় কাচার মতো কাজও হয়ে যায় কোনো পরিশ্রম ছাড়াই। 


তবে এসব যন্ত্র যেমন আমাদের জীবনকে সহজ করে তুলেছে, ঠিক তেমনই এসব যন্ত্রের খেয়াল রাখাটাও আমাদের কর্তব্য। সুতরাং দুই থেকে তিন মাস অন্তর অন্তর নিয়মিত একবার করে হলেও ওয়াশিংমেশিন বাড়িতেই পরিষ্কার করে নিতে পারেন, তাহলে দীর্ঘদিন ভালো থাকে। ওয়াশিংমেশিনের আয়ু বাড়ে। কোনো নষ্ট হয় না। এবং চলবে বছরের পর বছর।

ব্যবহার করতে করতে একটা সময় ওয়াশিংমেশিন ধীরে ধীরে নোংরা হয়ে যায়। পানি, সাবান ও ধুলার কারণে ময়লা জমতে শুরু করে। তাই সময়ে সময়ে মেশিনটি পরিষ্কার করলে, অনেক বড় খরচের ঝুঁকি এড়ানো সম্ভব। অন্যথায় ওয়াশিংমেশিনের আয়ু কমে যেতে পারে। 

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ওয়াশিংমেশিন ঠিক রাখবেন—

১. গরম পানি

আজকাল অনেক ওয়াশিংমেশিনেই গরম পানির ব্যবস্থা রয়েছে। খালি মেশিনে সর্বোচ্চ তাপমাত্রায় আপনার মেশিন চালিয়ে নিতে পারেন কিছুক্ষণ। এতেও নোংরা পরিষ্কার হয়। আর গরম পানি ব্যাকটেরিয়া মেরে ফেলতে কার্যকর ভূমিকা রাখে।

২. ভিনিগার ও বেকিং পাউডার ব্যবহার করুন

ওয়াশিংমেশিনের ভেতরে দুই কাপ ভিনিগার ঢেলে সর্বোচ্চ তাপমাত্রায় চালু করুন। কিছুক্ষণ পর তা পজ করে, মেশিনে প্রায় ১/২ কাপ বেকিং পাউডার দিন। আবার মেশিন চালিয়ে দিন। এভাবে পরিষ্কার রাখুন।

৩. লেবুর রস

লেবু শুধু খাওয়া নয়; ময়লা দূর করতেও দারুণ কার্যকরী। ওয়াশিংমেশিনের মধ্যে দুটি বড় লেবুর রস কেটে দিন। লেবুর রসে থাকা অ্যাসিডিক বৈশিষ্ট্য মেশিনের ময়লা দূর করতে উপকারী। এবার মেশিন চালিয়ে মিনিট পাঁচেকের জন্য ‘ওয়াটার ওয়াশ’ করে নিন। এতে ওয়াশিংমেশিনের ভেতরের দুর্গন্ধ কেটে যায়।

৪. টুথপেস্ট

নোংরা ওয়াশিংমেশিন পরিষ্কার করার জন্য টুথপেস্ট ব্যবহার করুন। এটি দারুণ কার্যকরী। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে তারপর মেশিনের নোংরা অংশগুলো ঘষুণ। যেমন ওয়াশিংমেশিনের ডিটারজেন্ট ট্রে বা গ্যাসকেট পরিষ্কার করতে দারুণ উপকারী এ পদ্ধতি।

রক্তাল্পতা কমাতে ৪ উপকরণে তৈরি যে স্বাস্থ্যকর পানীয় পরবর্তী

রক্তাল্পতা কমাতে ৪ উপকরণে তৈরি যে স্বাস্থ্যকর পানীয়

কমেন্ট