সমাবেশের জন্য আর অনুমতির অপেক্ষা করবে না বিএনপি

সমাবেশের জন্য আর অনুমতির অপেক্ষা করবে না বিএনপি

rizvi-002 আর আবেদন নয়, ভবিষ্যতে সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান কেড়ে নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি বলেন, ৫০টি হাতি নিয়ে এরশাদ সমাবেশ করতে পারেন, তিন থেকে চারঘণ্টা রাস্তা বন্ধ করে বক্তৃতা দিতে পারেন প্রধানমন্ত্রী, অথচ বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য পুলিশের কাছে বার বার আবেদন করেছি আমাদেরকে দেয়া হয়নি। তাই ভবিষ্যতে সমাবেশ করার জন্য বিএনপি পুলিশের অনুমতির অপেক্ষা করবে না, কেড়ে নেয়া হবে। ৫ জানুয়ারির নির্বাচন জনগণ মানে না উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচন কুকুর-বেড়ালের নির্বাচন। এ নির্বাচন অবাধ ছিল না। বরিশালে মহানগর বিএনপির কার্যালয়ে গণতন্ত্র দিবস উপলক্ষে কর্মসূচি পালনকালে মহিলা দলের নেত্রীদের উপর হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নুরজাহান ইয়াসমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ছাত্রনেত্রী ডলি খান, অ্যাডভোকেট পাপড়ি প্রমুখ।
গণআদালতে কাদের বিচার হবে সময় বলে দেবে : গয়েশ্বর পূর্ববর্তী

গণআদালতে কাদের বিচার হবে সময় বলে দেবে : গয়েশ্বর

জোবায়দা রহমানের মামলা বাতিলের রায় যে কোনো দিন পরবর্তী

জোবায়দা রহমানের মামলা বাতিলের রায় যে কোনো দিন

কমেন্ট