গ্যাটকো মামলা : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ এপ্রিল

গ্যাটকো মামলা : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ এপ্রিল

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে। এ মামলার শুনানির জন্য আগামী ৩০ এপ্রিল (মঙ্গলবার) দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার ঢাকার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেনের আদালতে এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে উপস্থিত করা হয়নি। এ জন্য বিচারক মামলার শুনানি আজকের মতো মুলতবি রেখে আগামী নতুন করে এ দিন ধার্য করেন। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন।
বগুড়া বিএনপির সাধারণ সম্পাদক শাহীন হত্যা রহস্য উন্মোচন পূর্ববর্তী

বগুড়া বিএনপির সাধারণ সম্পাদক শাহীন হত্যা রহস্য উন্মোচন

মোকাব্বিরকে দেখে হট্টগোল, বিএনপিনেতাদের সভা বর্জন পরবর্তী

মোকাব্বিরকে দেখে হট্টগোল, বিএনপিনেতাদের সভা বর্জন

কমেন্ট