আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় এনসিপির সমাবেশ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় এনসিপির সমাবেশ

আওয়ামী লীগের বিচার ও এর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে। মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে শুরু করেছেন। সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।

আজ শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে দলের ঢাকা মহানগর শাখার ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

মঞ্চে উপস্থিত আছেন, মুখ্য সংগঠক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমীন ও যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।

সমাবেশে যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত বলেন, আমরা শহীদ ও আহতদের ভাষাকে আমরা জনতার কাছে নিয়ে যেতে চাই। নাগরিক পার্টি বলতে চায় জনতার ওপরে চালানো প্রতিটা বুলেট এর হিসেব হওয়ার পর আওয়ামী লীগ এর প্রসঙ্গ আসবে।

দেশের ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি: মির্জা ফখরুল পরবর্তী

দেশের ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি: মির্জা ফখরুল

কমেন্ট