ভারত-পাকিস্তান ইস্যুতে যা বললেন জামায়াত আমির

ভারত-পাকিস্তান ইস্যুতে যা বললেন জামায়াত আমির

পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে।

 
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে গুলি করে পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এরপর থেকেই এ ঘটনার জবাব দেওয়ার কথা জানানো হচ্ছিল দেশটির পক্ষ থেকে।

এদিকে ভারত-পাকিস্তান ইস্যুতে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধানও কামনা করেন তিনি।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে তিনি বলেন, 'সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু'দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতিমধ্যে হামলা পাল্টা হামলার মত ঘটনা ঘটেছে। তা কারো জন্যই মঙ্গলজনক হবে না।'

ডা. শফিকুর রহমান আরো বলেন, এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

দিনশেষে যুদ্ধ কারো জন্যেই কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি।

অর্থবিল-অনাস্থা ছাড়া দলের বিরুদ্ধে ভোটদানের সুযোগ চায় এনসিপি পরবর্তী

অর্থবিল-অনাস্থা ছাড়া দলের বিরুদ্ধে ভোটদানের সুযোগ চায় এনসিপি

কমেন্ট