বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করবে বিএনপি। বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।


দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। সভায় স্থায়ী কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির চলমান আন্দোলন, দলীয় সাংগঠনিক অবস্থা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ঘিরে কর্মসূচি নিয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। 

 

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের মূল বিষয় হবে দ্রুত নির্বাচন : আমীর খসরু পরবর্তী

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের মূল বিষয় হবে দ্রুত নির্বাচন : আমীর খসরু

কমেন্ট