জামায়াত নির্বাচিত হলে বগুড়ায় সিটি করপোরেশন হবে : ডা. শফিকুর

জামায়াত নির্বাচিত হলে বগুড়ায় সিটি করপোরেশন হবে : ডা. শফিকুর

বগুড়াকে পূর্বের মতো শিক্ষা ও সমৃদ্ধির নগরীতে পরিণত করা হবে’ জানিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যদি নির্বাচিত হই, বগুড়াকে সিটি করপোরেশন করা হবে। এখানে একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।


আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া আলফাতুন্নেসা খেলার মাঠে ১০ দলীয় ঐক্যজোট আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর।

জামায়াতের আমির বলেন, গাইবান্ধা ও বগুড়াবাসীর দাবি অনুযায়ী, আমরা দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করব। এমন সিস্টেম ডেভেলপ করা হবে চোরেরা আর চুরি করতে পারবে না। রাষ্ট্রের টাকা রাষ্ট্রীয় খাতেই ব্যয় করা হবে ইনশাআল্লাহ।


ডা. শফিকুর রহমান বলেন, আমরা নিজেরা চাঁদাবাজি, টাকা পাচার, সন্ত্রাস করব না, কাউকে করতেও দেব না ইনশাআল্লাহ। মায়েদের সম্মান আমাদের জীবনের চেয়েও বেশি। মায়েদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। নারীরা নিজের ইচ্ছামতো যোগ্যতা অনুযায়ী চাকরি করবে। সরকার নারীদের সম্মানের সঙ্গে নিরাপত্তা দেবে।

জামায়াত আমির বলেন, যুবকদের প্রতি আমাদের অঙ্গীকার, আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে বেকারের কারখানায় পরিণত করতে চাই না। আমরা যুবকদের কাজ শিখিয়ে তাদের কাজ দিতে চাই। যুবকদের কারও দয়ার ওপর নির্ভরশীল করে রাখতে চাই না। আমরা যুবকদের সম্মানের সঙ্গে জীবনযাপনের ব্যবস্থা করতে চাই।


জামায়াত আমির আরও বলেন, আপনারা ‘হ্যাঁ’ ভোট এবং ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করবেন। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে হ্যাঁ ভোট এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন আপনারা। আপনাদের কাছে এই সাতজন প্রার্থীকে আমানত দিয়ে গেলাম। আপনারা তাদের বিজয়ী করে আগামীর বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্বাধীনতাবিরোধীরা এখন দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাচ্ছে : মির্জা ফখরুল পরবর্তী

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্বাধীনতাবিরোধীরা এখন দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাচ্ছে : মির্জা ফখরুল

কমেন্ট