অবসর নিয়ে মাশরাফির সঙ্গে কথা বলবেন পাপন

অবসর নিয়ে মাশরাফির সঙ্গে কথা বলবেন পাপন

বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় খবর ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবসর ভাবনা। অধিনায়কের বিদায়ের মঞ্চ সাজানোর পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। কিন্তু মাশরাফি নিজে কী ভাবছেন? নিজের অবসরে যাওয়া নিয়ে এখন পর্যন্ত একটি কথাও বলেননি মাশরাফি। এমনকি বোর্ডের সঙ্গেও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি অধিনায়কের। তাই বিসিবি চায়, বিষয়টি নিয়ে অধিনায়কের সঙ্গে আলাপ করতে। গতকাল সাংবাদিকদের এমনটাই জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। খুব তাড়াতাড়িই ওয়ানডে অধিনায়কের সঙ্গে কথা বলবেন বলে উল্লেখ করেন বোর্ডপ্রধান। গতকাল ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হন পাপন। সেখানে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘অবসর নিয়ে ওর (মাশরাফি) সঙ্গে কোনো কথা হয়নি। আগে অবসর নিয়ে ওর সঙ্গে কথা বলে নিই, তারপর বোঝা যাবে আসলে মাশরাফি কী চায়?’ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। ৩৫ জন খেলোয়াড়কে নিয়ে শুরু হওয়া এই কন্ডিশনিং ক্যাম্পে মাশরাফি বিন মুর্তজাকে রাখা হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে আয়োজনের সম্ভাবনা কম বলেই ওয়ানডে অধিনায়ককে না রাখার কারণ হিসেবে দেখান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বিশ্বকাপের সময় থেকে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন মাশরাফি। চোটে পড়ায় কয়েক দিন আগে হওয়া শ্রীলঙ্কা সফরেও যেতে পারেননি। বর্তমানে নিজ এলাকায় ঈদের ছুটি কাটাচ্ছেন টাইগার কাপ্তান। ছুটি শেষ করে আগামী দু-তিনের মধ্যে তাঁর ঢাকায় ফেরার কথা।
শুরুতেই হোঁচট বার্সেলোনার পূর্ববর্তী

শুরুতেই হোঁচট বার্সেলোনার

লর্ডসেও অস্ট্রেলিয়ার দাপট পরবর্তী

লর্ডসেও অস্ট্রেলিয়ার দাপট

কমেন্ট