সৈনিক থেকে ল্যান্স নায়ক হলেন রোমান সানা

সৈনিক থেকে ল্যান্স নায়ক হলেন রোমান সানা

গত বছর সোনায় মোড়ানো সময় পার করেছেন বর্তমানে দেশের আর্চারির পোস্টার বয় রোমান সানা। এবার কর্মজীবনেও পেলেন সাফল্য। উপহারস্বরুপ তাকে সৈনিক থেকে ল্যান্স নায়ক পদোন্নতি দিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। গতকাল মঙ্গলবার নিজেদের পদকজয়ী সব খেলোয়াড়দের সংবর্ধনা দেয় আনসার ও ভিডিপি। এ সময় রোমানকে ল্যান্স নায়েকের ব্যাজ পরিয়ে দেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। প্রসঙ্গত, গত বছর এসএ গেমসে এবার বাংলাদেশ জিতে ১৯ সোনা। এর মধ্যে আনসারের খেলোয়াড়দের অর্জন ৮ সোনা। তাদের মধ্যে একাই ৩ সোনা জিতেন আর্চার রোমান সানা। এ ছাড়াও বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন তিনি। যার ফলে সরাসরি ২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছেন। অনুষ্ঠানে আনসার ডিজি বলেন, ‘ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুগ্রহ আমাদের অনুপ্রাণিত করে। আমরা প্রতি বছরেই ক্রীড়াবিদদের সাফল্যের স্বীকৃতি দিয়ে থাকি।’ অপরদিকে পদোন্নতি পেয়ে ভীষণ খুশি রোমান সানা। দেশসেরা এই আর্চার বলেন, ‘আজকের দিনটা আমার জন্য বিশেষ। আনসার সব সময় আমার পাশে ছিল। আমার সাফল্যের পেছনে তাদের অবদান অনেক।’
পাকিস্তানে টেস্ট সফর অনিশ্চিত সাদমান-ইমরুলের পূর্ববর্তী

পাকিস্তানে টেস্ট সফর অনিশ্চিত সাদমান-ইমরুলের

স্বস্তিতে নিঃশ্বাস নিতে সিরিজ জয় গুরুত্বপূর্ণ ছিল : মিসবাহ পরবর্তী

স্বস্তিতে নিঃশ্বাস নিতে সিরিজ জয় গুরুত্বপূর্ণ ছিল : মিসবাহ

কমেন্ট