ভারতের টি-টোয়েন্টি দলে নতুন তিন মুখ

ভারতের টি-টোয়েন্টি দলে নতুন তিন মুখ

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। দলে সুযোগ পেয়েছেন নতুন তিন ক্রিকেটার। তাঁরা হলেন সূর্যকুমার যাদব, ইশান কিষান ও রাহুল তেওয়াতিয়ারা। মূলত আইপিএলে আলো ছড়িয়েই জাতীয় দলের স্কোয়াডে সুযোগ করে নিয়েছেন এই তিন ক্রিকেটার। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল দিয়েছে বিসিসিআই। দলে ফিরেছেন সহ-অধিনায়ক রোহিত শর্মা, পেসার ভুবনেশ্বর কুমার ও লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। তিনজনই ছিলেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ফরম্যাটে। দল থেকে বাদ পড়েছেন সঞ্জু স্যামসন, মানিশ পান্ডে, মায়াঙ্ক আগারওয়াল। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে। আগামী ১২ মার্চ থেকে ভারতের আহমেদাবাদে শুরু হবে ভারত-ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের ম্যাচগুলো হবে ১৪, ১৬, ১৮ ও ২০ মার্চ। একই ভেন্যুতে হবে সব ম্যাচ। ভারতের টি-টোয়েন্টি দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, পন্ত (উইকেটকিপার), ইশান কিষান, যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াতিয়া, থাঙ্গারাসু নাটরাজন, ভুবনেশ্বর কুমার, দিপক চাহার, নবদিপ সাইনি, শার্দুল ঠাকুর।
ইপিএলে ম্যান ইউ জিতলেও লিগ ওয়ানে হেরেছে পিএসজি পূর্ববর্তী

ইপিএলে ম্যান ইউ জিতলেও লিগ ওয়ানে হেরেছে পিএসজি

শ্রীলঙ্কায় একই ভেন্যুতে দুই টেস্ট খেলবে বাংলাদেশ পরবর্তী

শ্রীলঙ্কায় একই ভেন্যুতে দুই টেস্ট খেলবে বাংলাদেশ

কমেন্ট