মিরাজ-তানজিমের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম ইনিংসে সংগ্রহও ৪০০ পেরিয়েছে
১৬ রানে অপরাজিত থেকে গতকাল শেষ করেছিলেন মেহেদি হাসান মিরাজ। যেই তাইজুলকে সঙ্গে নিয়ে শেষটা করেছিলেন আজকের সকালের অনেকটা সময় তাকে নিয়ে পার করলেন মিরাজ। তবে প্রথম সেশনে তাইজুলকে (২০ রান) হারালেও এক পাশ আগলে রেখেছেন তিনি।
মাঝে অবশ্য উইকেটের পিছনে একবার মিরাজের ক্যাচ ছেড়েছে তাফাদজাওয়াও সিগা।
‘জীবন’ পেয়ে সুযোগ সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন মিরাজ, তুলে নিয়েছেন ক্যারিয়ারের দশম ফিফটি।
ক্রিজে এখন মিরাজ-তানজিম জুটি। নবম উইকেটে ১০৩ বলে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহও ৪০০ পেরিয়ে গেছে। মিরাজ ১০৯ বলে ৭৬ রানে ও তানজিম ৫৭ বলে ২৯ রানে অপরাজিত আছে।
প্রথম ইনিংসে ১৭৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। তবে এরই মধ্যে আবহাওয়া চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে—আকাশে মেঘ জমেছে, আর মাঠে নেমেছে বৃষ্টি। ইতোমধ্যেই উইকেট ঢেকে ফেলা হয়েছে কাভার দিয়ে।
কমেন্ট