কৃষক-শ্রমিকের কথা সরকারের কাছে পৌঁছাতে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দরকার: তারেক রহমান
দারুণ প্রত্যাবর্তনে ইন্টার মিলানের বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা
চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে বুধবার রাতে জোড়া গোলে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা।
ম্যাচে ৭১ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। স্বাগতিকদের ১৯টি শটের ৯ টি ছিল লক্ষ্যে, যেখানে সফরকারী ইন্টারের ৭ শটের ৩টি ছিল লক্ষ্যে।
অলিম্পিক লুইস কম্পানি অ্যারেনায় ঘড়ির কাঁটায় ম্যাচের তখন ৩০ সেকেন্ড! দর্শকরা ঠিকমতো আসন গ্রহণ করার আগেই স্বাগতিকদের জালে বল পাঠান ইন্টার মিলানের মার্কাস থুরাম।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটাই দ্রুততম গোল।
বক্সে বার্সেলোনা ডিফেন্ডার জুলস কুন্দের ভুলে বল পান ইন্টারের ডেনজেল ডামফ্রিস। তার বাড়ানো পাসে বার্সেলোনা তিন খেলোয়াড়ের ফাঁক দিয়ে চমৎকার ব্যাক-হিলে বল জালে পাঠান থুরাম।
এরপর বল দখলে রেখে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালায় বার্সেলোনা।
তবে ২১ মিনিটের মাথায় আবারও গোল হজম করে কাতালানরা। কর্নার থেকে পাওয়া বলে ফ্রান্সিসকো আকর্বির হেড কাছ থেকে র্দুদান্ত ওভারহেডে ব্যবধান দ্বিগুণ করনে ডামফ্রিস।
দুই গোলে পিছিয়ে পড়ে আক্রমণ জোরদার করে বার্সেলোনা। ২৪ মিনিটেই হেনরিখ মিখিতারিয়ানকে পেছনে ফেলে দারুণ এক শটে বল জালে পাঠিয়ে স্বাগকিতদের হয়ে ব্যবধান কমান ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল।
এই গোলে কিলিয়ান এমাবাপ্পেকে পেছনে ফেলে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গোল করে ইতিহাস গড়লেন ইয়ামাল।
এরপর ৩৮ মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে বল তরেসের দিকে বাড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোর্য়াড রাফিনিয়া। বল জালে পাঠিয়ে বিরতির আগেই স্বাগতিকদের সমতায় ফেরান তরেস।
বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। তবে ম্যাচের ৬৩ মিনিটের মাথায় কর্নার থেকে হেডে দ্বিতীয় গোল করে ইন্টারকে ৩-২ গোলের লিড এনে দেন ডামফ্রিস।
তবে মাত্র দুই মিনিটের মাথায় ইন্টার গোলরক্ষক ইয়ান সোমেরের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা। বক্সের বাইরে থেকে রাফিনিয়ার নেওয়া শট ক্রসবার থেকে ফেরত এসে সোমেরের পিঠে লেগে বল জালে জড়ায়। এতে ৩-৩ গোলের সমতায় ফেরে বার্সেলোনা।
এরপর ৭৫ মিনিটের মিখিতারিয়ানের শট বার্সার জালে জড়ালেও রেফারি অফসাইডের বাঁশি বাজানোয় আর এগিয়ে যাওয়া হয়নি ইন্টারের।
ম্যাচের ৮৭ মিনিটের মাথায় ইয়ামালের শট ক্রসবারে লাগলে ৩-৩ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।
ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার রাতে সান সিরোতে স্বাগতিক ইন্টারের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।
কমেন্ট