এবার রিয়াল ছাড়তে চান ব্রাজিলিয়ান রদ্রিগো
রিয়াল মাদ্রিদে চলতি মৌসুমে ঠিক ছন্দ খুঁজে পাননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। প্রয়োজনের সময় গোল করতে না পারায় ভক্তদের চক্ষুশূল হয়েছেন। রদ্রিগো নিজেও নাকি আর রিয়ালে সুখ খুঁজে পাচ্ছেন না। তাই এখন রিয়াল ছাড়ার ভাবনায় জোর দিচ্ছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, গত জানুয়ারির পর লা লিগায় গোল পাননি রদ্রিগো। আনচেলত্তির অধীনে এখন আর একাদশে জায়গা হয় না। বেশিরভাগ সময়ই ডাক পড়ে বদলি হিসেবে।
সবমিলিয়ে এখন রিয়ালের ওপর থেকে মন উঠে গেছে রদ্রিগোর। যদিও মার্কা বলেছে, যেহেতু আনচেলত্তি চলতি মৌসুম শেষেই বিদায় নিচ্ছেন, তাই নতুন কোচ আসা পর্যন্ত অপেক্ষা করতেও নাকি আপত্তি নেই তার।
তবে ব্রিটিশ দৈনিক দ্য সান দাবি করেছে, প্রত্যাশা মতো দাম পেলে এবং রদ্রিগো চাইলে তাকে বিক্রি করতে আপত্তি নেই রিয়াল মাদ্রিদের। রদ্রিগোর জন্য ১০০ মিলিয়ন ইউরো দাম পাওয়ার প্রত্যাশা লস ব্লাঙ্কোসদের। ওই দাম পেলেই তাকে বিক্রি করে দেবে এই স্প্যানিশ জায়ান্ট।
প্রসঙ্গত, ২০১৮ সালে প্রায় ৪৫ মিলিয়ন ইউরো খরচ করে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে রদ্রিগোকে দলে টানে রিয়াল। পরের বছর ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় অভিষেক হয় এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
কমেন্ট