ম্যাক্সওয়েলের বদলি পাঞ্জাবে আরেক ‘হার্ড হিটার’ ব্যাটার মিচেল ওয়েন
আঙুলের চোটে আইপিএল থেকে ছিটকে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তার বদলি হিসেবে দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার মিচেল ওয়েনকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।
ওয়েন বর্তমানে পেশাওয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন। জালমির হয়ে খেলা শেষে পাঞ্জাব কিংসে যোগ দেবেন এই অজি ব্যাটার।
তার জন্য ফ্র্যাঞ্চাইজিটি ৩ কোটি রুপি খরচ করেছে।
পিএসএল চলবে ১৮ মে পর্যন্ত। যদি পেশোয়ার জালমি ফাইনালে পৌঁছে, তবে ওয়েন আইপিএলে যোগ দিতে পারবেন শুধুমাত্র টুর্নামেন্ট শেষ হওয়ার পর। অন্যদিকে, পাঞ্জাব কিংসের লিগপর্বের শেষ ম্যাচ ১৬ মে।
ফলে ওয়েন কেবল তখনই আইপিএলে মাঠে নামার সুযোগ পাবেন, যদি পাঞ্জাব কিংস প্লে-অফে কোয়ালিফাই করে। আইপিএল ২০২৫-এর প্লে-অফ শুরু হবে ২০ মে থেকে।
২৩ বছর বয়সী এই তাসমানিয়ান ব্যাটার বিগ ব্যাশ লিগের (বিবিএল) সর্বশেষ আসরে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সবার নজরে আসেন। হোবার্ট হ্যারিকেন্সের শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
টুর্নামেন্টের ফাইনালে মাত্র ৪২ বলে ১০৮ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচসেরা হন। পুরো আসরে তিনি ১১ ইনিংসে ৪৫২ রান সংগ্রহ করেন, যেখানে তার ব্যাটিং গড় ছিল ৪৫.২০ এবং স্ট্রাইক রেট ২০৩.৬০।
পিএসএলে মিচেল ওয়েন পেশোয়ার জালমিতে করবিন বশের পরিবর্তে দলে যোগ দেন। বশ পিএসএলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও হঠাৎ করে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এর জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করে এবং তার বিরুদ্ধে আইনি নোটিশ জারি করে।
পরবর্তীতে এক বিবৃতিতে বশ দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি পিএসএল থেকে সরে আসার সিদ্ধান্তে গভীরভাবে অনুতপ্ত। পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির সমর্থক এবং ক্রিকেট সমাজের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
ইতোমধ্যে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন বশ।
কমেন্ট