পিএসএলে থাকা নাহিদ ও রিশাদকে নিয়ে যা সিদ্ধান্ত বিসিবির

পিএসএলে থাকা নাহিদ ও রিশাদকে নিয়ে যা সিদ্ধান্ত বিসিবির

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে ফের চরম উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। মঙ্গলবার (৬ মে) গভীর রাতে ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্রে পাকিস্তানের ৯টি স্থানে হামলার ঘটনা ঘটে। পাল্টা জবাবে পাকিস্তানও চালিয়েছে প্রতিরোধমূলক হামলা। দেশটির দাবি, তাদের আঘাতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এই যুদ্ধাবস্থার ছায়া পড়েছে খেলাধুলার অঙ্গনেও। একদিকে যেমন ভারতে চলছে আইপিএল, অন্যদিকে পাকিস্তানে চলছে পিএসএল। দুটি টুর্নামেন্টেই অংশ নিচ্ছেন আন্তর্জাতিক তারকারা। এরমধ্যে পাকিস্তান সুপার লিগে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার—নাহিদ রানা ও রিশাদ হোসেন।

নাহিদ বর্তমানে খেলছেন পেশোয়ার জালমির হয়ে, আর রিশাদ রয়েছেন লাহোর কালান্দার্স দলে। যদিও এখনো পিএসএলের বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে, তবু দুই দেশের যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। তাই এই দুই ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে কথা উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, এখন পর্যন্ত রিশাদ ও নাহিদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। তবে পরিস্থিতির অবনতি হলে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিএসএলের বর্তমান সূচি অনুযায়ী, লিগ পর্বে নাহিদের দলের রয়েছে আরও দুটি ম্যাচ। রিশাদের দলের বাকি আছে একটি ম্যাচ। যদি তাদের দল প্লে-অফ ও ফাইনালে ওঠে, তবে দুই ক্রিকেটারের পাকিস্তানে থাকতে হতে পারে মে মাসের ১৮ তারিখ পর্যন্ত। তবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি খারাপ হলে তারা টুর্নামেন্ট শেষ না করেই দেশে ফিরে আসতে পারেন।

পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বিসিবি। চলমান সংঘাত যদি আরও তীব্র হয়, তাহলে দুই ক্রিকেটারের নিরাপত্তার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের স্বপ্ন ভেঙে গেছে বার্সেলোনার পরবর্তী

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের স্বপ্ন ভেঙে গেছে বার্সেলোনার

কমেন্ট