জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব না, সম্ভব নয় নূতন রাজনৈতিক বন্দোবস্ত: তথ্য উপদেষ্টা
মাহভাশকে অভিনন্দন জানিয়ে আবারও প্রেমের গুঞ্জনে বাতাস দিয়েছেন চাহাল
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বার বার শিরোনাম হচ্ছেন পাঞ্জাব কিংসের ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। সম্প্রতি আরজে মাহভাশকে ইনস্টাগ্রামে অভিনন্দন জানিয়ে আবারও প্রেমের গুঞ্জনে বাতাস দিয়েছেন চাহাল।
ইনস্টাগ্রামে মাহভাশের একটি শোর পোস্ট শেয়ার করে চাহাল লেখেন, ‘অভিনন্দন @rj.mahvash, তোমার জন্য গর্বিত।’
এই শুভেচ্ছা বার্তাটি চাহাল ও মাহভাশকে ঘিরে চলমান সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।
ভক্তরা এই বার্তাকে শুধু শুভেচ্ছা হিসেবে দেখছেন না—তাদের মতে, এটি একটি ব্যক্তিগত অনুভূতির বহিঃপ্রকাশ। চাহালের এই পোস্টের সময়টাও বেশ চাঞ্চল্যকর, কারণ এটি এসেছে চাহালকে নিয়ে মাহভাশের ট্রিবিউট পোস্ট করার ঠিক পরপরই।
এর আগে, চাহালের চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করে মাহভাশ লিখেছিলেন, ‘গড মোড অন কী? যুজবেন্দ্র চাহাল, স্ট্রেন্থ অব আ ওয়ারিয়র, স্যার!’
এই পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। ভক্তরা এই আদান-প্রদানকে শুধু পেশাদার প্রশংসা নয়, বরং ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত হিসেবেই দেখছেন।
উল্লেখ্য, ওই ম্যাচে চাহাল ১৯ তম ওভারেই এমএস ধোনি, দীপক হুদা, অংশুল কম্বোজ ও নূর আহমেদকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। করে নেন হ্যাটট্রিক। এটি ছিল আইপিএলে তার দ্বিতীয় হ্যাটট্রিক এবং রেকর্ড নবমবার চার উইকেট নেওয়ার কীর্তি, যা এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি।
এ মৌসুমে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়ে দুর্দান্ত ছন্দে আছেন চাহাল।
তবে মাঠের সাফল্যের পাশাপাশি, মাহভাশকে নিয়ে ব্যক্তিগত জীবনের গুঞ্জনেও এখন চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি।
কমেন্ট