আইপিএল আয়োজনের প্রস্তাব ‘না’ করে দিয়েছে আরব আমিরাত!

আইপিএল আয়োজনের প্রস্তাব ‘না’ করে দিয়েছে আরব আমিরাত!

ভারত-পাকিস্তানের সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটঙ্গনেও। যার ফলে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ স্থগিত করতে বাধ্য হয়েছে তারা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে হবে বলে ইতিমধ্যে টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এক সপ্তাহের জন্য আজ স্থগিত করা হয়েছে।

আইপিএল কর্তৃপক্ষও টুর্নামেন্টের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চায়।  ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ জন্য সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি) প্রস্তাবও দেয়। ইসিবি ‘না’ করে দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও সুপার। পিসিবিকে আগেই কথা দিয়েছে বলেই ভারতের প্রস্তাব আরব আমিরাত ক্রিকেট বোর্ড ফিরিয়ে দিয়েছে বলে জানায় গণমাধ্যমটি।

পিএসএল কবে আবার শুরু হবে তা অবশ্য এখনও জানায়নি পিসিবি। পিএসএলের ৮ ম্যাচের বিপরীতে ১৬ ম্যাচ বাকি রয়েছে আইপিএলের। নিরাপত্তার শঙ্কায় গতকাল ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংসের ম্যাচ মাঝপথে বন্ধ করতে হয়। আর আজ এক বিবৃতি দিয়ে এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে বিসিসিআই।

আরব আমিরাত ক্রিকেট বোর্ড ‘না’ করার পর আইপিএলের বাকি অংশ নিয়ে বিপদে পড়ে গেছে ভারত। বিকল্প ভেন্যু না পেলে এক সপ্তাহ অপেক্ষা করার পর নিজ দেশের নিরাপদ ও ঝুঁকিমুক্ত স্টেডিয়ামে টুর্নামেন্ট শেষ করার চিন্তা করছে তারা। চেন্নাই ও বেঙ্গালুরুতে হতে পারে বলে শোনা যাচ্ছে। দুই দেশের সীমান্ত থেকে দুই শহর অনেক দূরেই বলেই আশা দেখছে আইপিএল কর্তৃপক্ষ।

মাহভাশকে অভিনন্দন জানিয়ে আবারও প্রেমের গুঞ্জনে বাতাস দিয়েছেন চাহাল পরবর্তী

মাহভাশকে অভিনন্দন জানিয়ে আবারও প্রেমের গুঞ্জনে বাতাস দিয়েছেন চাহাল

কমেন্ট