রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত শাহবাগ ‘ব্লকেড’
আজ রাতেই পাকিস্তান থেকে দুবাইয়ে যাবেন রিশাদ-নাহিদরা
ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টটি পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। তবে কবে আবার শুরু হবে তা এখনো জানানো হয়নি।
এমন কঠিন সময়ে বাংলাদেশ থেকে খেলতে যাওয়া দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক ভিডিও বার্তায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, নাহিদ-রিশাদসহ বিদেশি খেলোয়াড়দের বিশেষ বিমানে করে দুবাইয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজের ভিডিও বার্তায় ফারুক বলেছেন, ‘ গত মঙ্গলবার থেকে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে হওয়া উত্তেজনার প্রভাব পড়েছে ক্রিকেটেও। আমাদের জাতীয় দলের দুজন ক্রিকেটার বর্তমানে পাকিস্তানে রয়েছেন। শুধু আমাদের দেশের ক্রিকেটার নয়, আরও অনেক বিদেশি ক্রিকেটারও এখন পাকিস্তানে রয়েছেন।
সবাইকে একত্র করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সম্মিলিতভাবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। গতকাল একটি গুরুত্বপূর্ণ সভা হয়েছে। আজকের মধ্যেই সব খেলোয়াড়কে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছি।
পাশাপাশি, বাংলাদেশ হাইকমিশনের মিলিটারি অ্যাটাশের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি।’
পিএসএল কাভার করতে বাংলাদেশের দুজন ক্রীড়া সাংবাদিক গেছেন। তাদের নিরাপত্তার বিষয়ে ফারুক বলেছেন, ‘পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকের সঙ্গেও কথা বলেছি। তাদের অনুরোধ করেছি যদি সম্ভব হয়, যেন তারা ক্রিকেটারদের সঙ্গেই নিরাপদভাবে স্থানান্তরিত হতে পারেন। যদিও তারা পেশাগত দায়িত্বে সেখানে গেছেন, তবুও বিসিবি মনে করে, তাদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে।
তাদের নিরাপত্তাও আমরা সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করছি।’
আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশাবাদী ফারুক, ‘আমার বিশ্বাস খুব দ্রুতই একটি কার্যকর সমাধান আসবে। আজ বিকেলের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। বোর্ড সভাপতি হিসেবে আমি সব সময় এমন পরিস্থিতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখি। ব্যক্তিগতভাবে এবং বোর্ডের পক্ষ থেকেও নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছি।আশা করি, আমাদের ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবাই যেন নিরাপদে থাকেন।’
কমেন্ট