পাকিস্তান থেকে দেশে ফিরেছেন নাহিদ-রিশাদ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে সেখানে গিয়েছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এর মধ্যে গত ৬ মে দিবাগত রাতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই দুই দেশের নিরাপত্তা ব্যবস্থার ঘোর অবনতি ঘটে। এর ফলে পিএসএল স্থগিত করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিএসএলে পেশোয়ার জালমিতে খেলা নাহিদ রানা এবং লাহোর কালান্দার্সের রিশাদ হোসেন শুক্রবার (৯ মে) রাতে পাকিস্তান থেকে বিশেষ এক ফ্লাইটে দুবাইয়ে পৌঁছান। এরপর সেখান থেকে শনিবার (১০ মে) ঢাকার উদ্দেশে রওনা হন। এদিন বিকেল নাগাদ তাদের বহনকারী বিমান ঢাকায় এসে পৌঁছায়।
ভারত-পাকিস্তান সংঘাত শুরুর পর থেকেই নাহিদ এবং রিশাদকে ফেরানোর চেষ্টা শুরু করে বিসিবি। পিসিবির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, বিশেষ বিমানের মাধ্যমে অন্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গে নাহিদ-রিশাদকে দুবাই পৌঁছে দেওয়া হবে।
পিসিবি তখন জানায়, টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে পরে টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
এবারের পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার কথার ছিল বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের। তবে চোটের কারণে আগেই দেশে ফিরেছেন তিনি।
এদিকে ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থার কারণে চলতি মাসে বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই বৈরি প্রতিবেশি ভারত ও পাকিস্তান। তাই সিরিজ নিয়ে এখন বিসিবি এবং পিসিবি কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।
কমেন্ট