মৌসুম শেষের আগেই রিয়ালের কোচ হলেন শাবি আলোনসো
রিয়াল মাদ্রিদের নতুন কোচ হচ্ছেন শাবি আলোনসো, এটি কারও অজানা ছিল না। বরং, অপেক্ষা ছিল কবে থেকে দায়িত্ব নেবেন। অপেক্ষার পালা শেষ হয়েছে। নতুন মৌসুম নয়, আসন্ন ক্লাব বিশ্বকাপ থেকেই রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়াবেন আলোনসো।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার অফিসিয়াল ফেসবুক পেজে আজ সোমবার (১২ মে) পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন বিষয়টি। রোমানোর দাবি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত আলোনসোর সঙ্গে চুক্তি করেছে মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আগামী ৩১ মে থেকে শুরু হবে টুর্নামেন্ট। জানা গেছে, সেখানেই দলের যোগ দেবেন আলোনসো।
রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার খেলোয়াড়ি জীবন শেষে শুরু করেন কোচিং। রিয়াল মাদ্রিদের যুবদল হয়ে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের বি দলে হাতেখড়ি নেন। ২০২২ সালে জার্মান ক্লাব বায়ার লেভারকুজের দায়িত্ব নেন। দায়িত্ব নিয়েই ক্লাবটিকে জেতান বুন্দেসলিগা, জার্মান সুপার কাপ, ডিএফবি পোকাল কাপ। আড়াই বছরে হয়ে ওঠেন ক্লাবটির ইতিহাসের সফল কোচ। ইতোমধ্যে তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর মাদ্রিদের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির অধ্যায়ে শেষের সুর বাজে। গতকাল এল ক্ল্যাসিকোতে হারের পর মাদ্রিদ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়েছে আনচেলত্তিকে নিয়ে। যেখানে লস ব্লাংকোদের ৩৫০ ম্যাচ কোচিং করানোর কথা উল্লেখ করা হয়। এটি মূলত ফেয়ারওয়েলের শুরু। মাদ্রিদভিত্তিক একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, লা লিগা শেষ হলেই আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা জানানো হবে আনচেলত্তিকে।
কমেন্ট