এনবিআর বিলুপ্ত হয়ে নতুন দুটি বিভাগ গঠনে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
আগামী মাসেই লর্ডসে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জুলাই হতে যাওয়া এই ফাইনালে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যা সামনে রেখে এবার ১৬ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
প্যাট কামিন্সের নেতৃত্বাধীন এই দলে সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার স্যাম কনস্টাস। এছাড়াও স্পিনার ম্যাট কুহনেম্যান এবং অস্ট্রেলিয়ার বর্তমানের দ্রুততম বোলার ব্রেন্ডন ডগেটকে ভ্রমণ রিজার্ভ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই একই দল পরবর্তীতে তিন ম্যাচের সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করবে।
এর আগে, দ্বিতীয় সন্তানের জন্মের কারণে অধিনায়ক কামিন্স শ্রীলংকা সফরে না থাকলেও ফের নেতৃত্ব ফিরেছেন। নিয়মিত টেস্ট খেলোয়াড় জশ হ্যাজেলউড এবং ক্যামেরন গ্রিনও ইনজুরি থেকে ফিরে এসেছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মারনাস লাবুশেন, নাথান লিয়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।
ভ্রমণ রিজার্ভ: ব্রেন্ডন ডগেট
উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে আগামী ২৫ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে অজিরা। এরপর ৩ জুলাই ও ১২ জুলাই শেষ টেস্ট খেলবে অজিরা। এরপর দুদল ৫টি টি-টোয়েন্টি খেলবে।
কমেন্ট