এনবিআর বিলুপ্ত হয়ে নতুন দুটি বিভাগ গঠনে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
যুদ্ধবিরতির পর আবারো মাঠে গড়াচ্ছে আইপিএল ও পিএসএল
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবার শুরু হচ্ছে ১৭ মে থেকে। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। বাকি থাকা আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ফাইনাল হবে ২৫ মে।
গত সপ্তাহে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশে একটি ভারতীয় ড্রোন পড়ার পর নিরাপত্তা শঙ্কায় লিগটি প্রথমে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়। পরে সেটিও স্থগিত করে দেয় পিসিবি।
মহসিন নাকভি আজ এক পোস্টে লেখেন, ‘লিগ যেখানে থেমেছিল, সেখান থেকেই আবার শুরু হবে। চলুন একসঙ্গে মিলিত হয়ে ক্রিকেটের চেতনা উদযাপন করি।’
এর আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের বিদেশি খেলোয়াড়দের সাথে যোগাযোগ করেছে। সীমান্তে ভারত-পাকিস্তানের উত্তেজনার সময় তাদের একটি চার্টার্ড ফ্লাইটে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এখন যুদ্ধবিরতির পর তাদের ফেরার আহ্বান জানানো হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি খেলোয়াড়দের সাথে ১৭ থেকে ২৫ মে পর্যন্ত সম্ভাব্য সময় নিয়ে কথা বলছে। রাওয়ালপিন্ডিকে ভেন্যু হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে।’
সূত্র আরও জানায়, ‘যখন ফ্র্যাঞ্চাইজিগুলো নিশ্চিত করবে কে কে খেলবে, তখন পিসিবি চূড়ান্ত সূচি ঘোষণা করবে। এরপর চেয়ারম্যান মহসিন নাকভির অনুমোদন নেওয়া হবে।’
একই দিনে শুরু হচ্ছে আইপিএলও। ১৭ মে থেকে পুনরায় শুরু হবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ, যার ফাইনাল ৩ জুন।
এর আগে গত ৮ মে প্রথমে পিএসএলে পেশোয়ার জালমি আর করাচি কিংসের ম্যাচ বাতিল হয় নিরাপত্তাজনিত কারণে। একই দিনে আইপিএলে ম্যাচ মাঠে গড়ালেও শেষ করা যায়নি, ২০০ কিলোমিটার দূরে ড্রোন হামলার কারণে পাঞ্জাব আর দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল হয়ে যায়।
স্থগিত হওয়ার দিনটা একই ছিল, এবার মাঠে ফেরার দিনটাও মিলে যাচ্ছে আইপিএল আর পিএসএলের।
কমেন্ট