আনচেলোত্তির নেতৃত্বে ‘হেক্সা’ দেখছেন রিভালদো

আনচেলোত্তির নেতৃত্বে ‘হেক্সা’ দেখছেন রিভালদো

ব্রাজিলের কোচ বিদেশি হোক চান না রিভালদো। অনেকবারই অকপটে জানিয়েছেন সেলেসাওদের সাবেক কিংবদন্তি। তবে কার্লো আনচেলোত্তির বিষয়ে একটু নরম ছিলেন তিনি। আনুষ্ঠানিক ঘোষণার আগে তিনি জানিয়েছিলেন, তাকে পেলে ব্রাজিলের ভালোই হবে।


গতকাল আনচেলত্তির কোচ হওয়ার ঘোষণা আসার পর এবার তাকে অভিনন্দন জানিয়েছেন রিভালদো। ইতালিয়ান কোচের প্রশংসা করেই থামেননি, তার অধীনে ‘হেক্সার’ অপেক্ষা ফুরাবে বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

 
সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সেই দলের অংশ ছিলেন রিভালদোও।


এরপর আর কখনো জেতা হয়নি। এবার আনচেলোত্তির অধীনে ঘুচবে জানিয়ে তিনি বলেছেন, ‘ইউরোপ-ব্রাজিলে খেলা ফুটবলারদের নিয়ে একটি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল দাঁড় করাতে পারেন আনচেলত্তি। সমর্থনের সঙ্গে জাতীয় দল নিয়ে ভালোভাবে বিশ্লেষণের সময় পেলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপের দীর্ঘ অপেক্ষার অবসান তার নেতৃত্বেই হতে পারে। দুর্দান্ত চ্যালেঞ্জের জন্য তাকে শুভকামনা জানাচ্ছি।


আনচেলত্তিকে কোচের দায়িত্ব দেওয়ার বিষয়ে রিভালদো বলেছেন, ‘অন্তত সেরাদের একজনকে বেছে নিয়েছে তারা। একজন সফল কোচ, এসি মিলানে  তার অধীনে খেলার সুযোগ হয়েছিল আমার। যে ক্লাবের দায়িত্বে ছিলেন সেখানেই জিতেছেন। যদিও বিশ্বকাপের আগে আনচেলত্তির হাতে সময় খুব কম, তবে দুর্দান্ত কাজ করার সম্ভাবনা আছে তার।’

 

 
কেন বিদেশি কোচদের নিয়োগের বিপক্ষে রিভালদো সেই ব্যাখ্যা যেন তার এই মন্তব্যে ফুঠে উঠেছে।

তিনি বলেছেন, ‘যাই হোক না কেন, এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপই আমাদের দেশি কোচ জিতিয়েছেন। কোনো বিদেশি কোচ এখন পর্যন্ত অন্য দলের হয়ে বিশ্বকাপ জেতেনি।’

যুদ্ধবিরতির পর আবারো মাঠে গড়াচ্ছে আইপিএল ও পিএসএল পরবর্তী

যুদ্ধবিরতির পর আবারো মাঠে গড়াচ্ছে আইপিএল ও পিএসএল

কমেন্ট