রেকর্ড গড়ে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে দল খুঁজে পাননি বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তবে এবার ভারত-পাকিস্তান দ্বন্দের কারণে মাঝ পথে স্থগিত হওয়া আইপিএল-এর বাকি আসর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে ডাক পেয়েছেন এই বাংলাদেশি পেসার।
সামাজিক মাধ্যমে আইপিএল ফ্রেঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, বাংলাদেশি এই পেসারকে দলে নিচ্ছে তারা। এর আগেও দলটির হয়ে খেলে এসেছেন মুস্তাফিজ।
এদিকে, আইপিএল-এর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মুস্তাফিজকে দলে ভেড়াতে ৬ কোটি রুপি খরচ করছে দিল্লি ক্যাপিটালস। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে নিরাপত্তাজনিত কারণে বাকি বিদেশি ক্রিকেটারদের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের জেক-ফ্রেজার ম্যাকগার্কও ভারত ছাড়েন। বাকি মৌসুমের জন্য আর ভারতে ফিরছেন না এই ব্যাটার।
তার পরিবর্তেই আইপিএলের বাকি অংশের জন্য মুস্তাফিজকে দলে টেনেছে দিল্লি।
কমেন্ট