খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বৈঠকে শ্রমিক নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া
রিয়াল মাদ্রিদের হয়ে ৭১ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন এমবাপ্পে
রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এবার মায়োর্কার বিপক্ষে গোল করে তিনি ছাড়িয়ে গেলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোর ৭১ বছরের পুরোনো রেকর্ড।
লা লিগার ম্যাচে বুধবার (১৪ মে) দিবাগত রাতে মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৮ তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের সমতাসূচক গোলেই ম্যাচে ফেরে স্প্যানিশ জায়ান্টরা।
এই গোল নিয়ে অভিষেক মৌসুমে রিয়ালের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এমবাপ্পের গোল দাঁড়িয়েছে ৪০টি। রিয়ালের হয়ে আগের ম্যাচেই এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে ভেঙেছিলেন অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে গড়া ইবার সামোরানের ৩৭ গোলের রেকর্ড।
এদিকে লা লিগায় করা গত রাতের গোলে রিয়ালের হয়ে লিগে তার গোল সংখ্যা ২৮টিতে দাঁড়িয়েছে। রিয়ালের রাজকীয় ইতিহাসে অভিষেক মৌসুমে লা লিগায় এটিই সর্বোচ্চ গোল রেকর্ড।
এর আগে এই রেকর্ড ছিল রিয়ালের ইতিহাসের অন্যতম কিংবদন্তি দি স্তেফানোর। ১৯৫৩-৫৪ মৌসুমে দলবদল করে রিয়ালে আসার পর ২৭ গোল করেছিলেন এই ফরোয়ার্ড। যে রেকর্ড ভাঙতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরারাও।
লা লিগার এবারের মৌসুমে বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা ফুটবলারের সামনে আছে আরো ২ ম্যাচ।
তাই রেকর্ড আরো উপরে নিয়ে যাওয়ার সুযোগ নিঃসন্দেহে পাবেন পাবেন এই ফুটবলার।
কমেন্ট