জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা
ম্যানসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস
ওয়েম্বলিতে অনুষ্ঠিত এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ইতিহাস গড়েছে ক্রিস্টাল প্যালেস। ১-০ গোলের এ জয়ে ক্লাবটি তাদের ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বড় শিরোপা জিতল।
ম্যাচের ১৬ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার-অ্যাটাকে ডানিয়েল মুনোজের ক্রস থেকে গোল করে প্যালেসকে এগিয়ে দেন এবেরেচি এজে। শেষ পযন্ত সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
সিটি পুরো ম্যাচজুড়ে বলের দখল রেখে আক্রমণ চালালেও প্যালেসের রক্ষণভাগ ও গোলরক্ষক ডিন হেন্ডারসন ছিলেন দুর্ভেদ্য। ৩৬ মিনিটে বার্নার্ডো সিলভাকে ফাউল করায় বার্নার্ডো সিলভাকে ফাউল করায় সিটি পেনাল্টি পেলেও ওমার মারমুশের নেওয়া শট ঠেকিয়ে দেন হেন্ডারসন।
দ্বিতীয়ার্ধে সিটি একের পর এক আক্রমণ চালালেও প্যালেসের রক্ষণভাগ ও গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে গোলের মুখ খুঁজে পায়নি।
এই জয়ে ১৯০৫ সালে প্রতিষ্ঠিত ক্রিস্টাল প্যালেসের দীর্ঘ ১১৯ বছরের অপেক্ষার অবসান ঘটল।
ম্যাচ শেষে প্যালেস সমর্থকদের উল্লাস আর আবেগে ভেসে যায় ওয়েম্বলি স্টেডিয়াম।
ম্যানচেস্টার সিটির জন্য এটি ছিল হতাশাজনক দিন, কারণ টানা দ্বিতীয় মৌসুমে এফএ কাপ শিরোপা জিততে ব্যর্থ হলো সিটি।
কমেন্ট