দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠ করার জন্য নির্দেশনা, প্রজ্ঞাপন জারি
দুই দিন আগেই দল দিল ইংল্যান্ড, ফিরেছেন স্টোকস
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার শুরু হচ্ছে ইংল্যান্ড-জিম্বাবুয়ে টেস্ট। চারদিনের ওই ঐতিহাসিক ম্যাচ সামনে রেখে একাদশ দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর দলে ফিরেছেন বেন স্টোকস। ইংলিশদের নেতৃত্বও দেবেন তিনি।
মঙ্গলবার রাতে দেওয়া একাদশে আছেন স্যাম কুক, যিনি অপেক্ষায় অভিষেকের। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচটি দিয়েই নতুন মৌসুম শুরু করবে ইংল্যান্ড। তাই স্কোয়াডে সেরাদের রেখেই নামবে ম্যাক কালাম ব্রিগেড। ২২ থেকে ২৫ মে পর্যন্ত চলবে সাদা পোশাকের লড়াই। স্কোয়াড দিলেও এখনও দল দেয়নি দক্ষিণ আফ্রিকার দলটি।
ইংলিশদের ওপেনার হিসেবে ফিরছেন জ্যাক ক্রলি। ওলি পোপকে তিনে খেলানো হতে পারে। মিডলে জ্যামি স্মিথকে রাখা হয়েছে। বোলিংয়ে অবশ্য অনভিজ্ঞ খেলোয়াড় নিয়েই নামবে স্বাগতিকরা। গাস অ্যাটকিনসন, জস টাংয়ের সঙ্গে স্পিনার হিসেবে আছেন শোয়েব বশির। একাদশে আছেন জো রুট, হ্যারি ব্রুকের মতো তারকারা।
চারদিনের ম্যাচটি শেষে ভারতের বিপক্ষে সিরিজের আবহে ঢুকে যাবে ইংল্যান্ড। দীর্ঘদিন চোট সারিয়ে আসা স্টোকস তাই ফর্মে ফিরতে চান। ২০০৩ সালের পর এবার আবার মুখোমুখি হচ্ছে দুদল। মাঝের এই সময়ে কখনও সাদা পোশাকের ক্রিকেটে জিম্বাবুয়ের সঙ্গে খেলেনি ইংল্যান্ড।
কমেন্ট