টি-টোয়েন্টি দলে বাবর-রিজওয়ানের ভবিষ্যৎ নিয়ে কোচ যা জানালেন

টি-টোয়েন্টি দলে বাবর-রিজওয়ানের ভবিষ্যৎ নিয়ে কোচ যা জানালেন

পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা দুই ক্রিকেটার হলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সেরা ব্যাটসম্যান হলেও তাদের ব্যাটিং স্টাইক নিয়ে বিস্তর সমালোচনা আছে। 

স্লো-মোশন ব্যাটিংয়ের জন্য টি-টোয়েন্টির মারকাটিং ক্রিকেটের বিবেচনায় রাখছে না টিম ম্যানেজমেন্ট। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটের পরিকল্পনায় বাবর-রিজওয়ানকে রেখে তাদের পরিবর্তে টি-টোয়েন্টিতে তরুণদের সুযোগ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি বাবর আজম ও মোহাম্দদ রিজওয়ান। বাংলাদেশ দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তাদের রাখা হয়নি। 

টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ানের ভবিষ্যত নিয়ে পাকিস্তানের নবনিযুক্ত প্রধান কোচ মাইক হেসন এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, অভিজ্ঞতা আর খ্যাতি থাকলেই দলে সুযোগ পাওয়া যাবে না। কৌশলগত দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ নির্দিষ্ট ভূমিকায় খেলোয়াড়দের ফিট থাকার ভিত্তিতে নির্বাচন করা হবে।

 তিনি বলেন, আমাদের নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে আগাতে হবে। আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই তার ওপর ভিত্তি করেই পরিকল্পনা সাজাতে হবে এবং দলে কার কী ভূমিকা হবে প্রত্যেককে তা যথাযথ অ্যাপ্লাই করতে হবে এবং তাদের ওপর আমাদের দৃঢ়বিশ্বাস থাকতে হবে। 

তিনি আরও বলেছেন, আমি বিশ্বাস করি পাকিস্তান দলে উল্লেখযোগ্য উন্নতি আনা সম্ভাব। সাফল্য বয়ে আনতে আমাদের আধুনিক ক্রিকেট খেলতে হবে। তবে এটা মোটেও সহজ ব্যাপার নয়, খুবই চ্যালেঞ্জিং।

পাকিস্তানের কোচ হিসেবে মাইক হেসনের প্রথম অ্যাসাইনমেন্ট হলো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

এ সিরিজের জন্য ঘোষিত দলে বাদ পড়েছেন সাবেক দুই অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও তারকা পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। 

দ্বিপাক্ষিক এ সিরিজের শুরুতে পাঁচ ম্যাচ রাখা হলেও লজিস্টিক কারণে ম্যাচ কমিয়ে সংক্ষিপ্ত করা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা আলোচনার করে এ সিদ্ধান্ত নেন। 

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে আছেন- সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ওয়াসিম খান, মোহাম্মদ ইরফান খান ও সাইম আইয়ুব।

দুই দিন আগেই দল দিল ইংল্যান্ড, ফিরেছেন স্টোকস পরবর্তী

দুই দিন আগেই দল দিল ইংল্যান্ড, ফিরেছেন স্টোকস

কমেন্ট