নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে সান্তোসের বিদায়
চোট কাটিয়ে এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরলেন নেইমার, তবে তার প্রত্যাবর্তনও সান্তোসকে বাঁচাতে পারল না। বৃহস্পতিবার (২২ মে) কোপা দো ব্রাজিলের শেষ ১৬-তে ওঠার লড়াইয়ে টাই-ব্রেকারে সান্তোস ৫-৪ গোলে হেরে বিদায় নেয় দ্বিতীয় বিভাগ দল সিআরবির কাছে।
কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের প্রথম লেগে সিআরবি ও সান্তোস ১-১ গোলে ড্র করেছিল।
এরপর দ্বিতীয় লেগে বৃহস্পতিবার পিএসজি ও বার্সেলোনার সাবেক এই তারকা খেলায় নামেন ৬৫তম মিনিটে।
যদিও ম্যাচে নিজের সেরা খেলা উপহার দিতে পারেননি তিনি।
নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য শেষ হলে ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। স্পট কিক থেকে নেইমার নিজের শট সফলভাবে নিলেও দলের অন্য খেলোয়াড়দের ব্যর্থতায় জয় পায় সিআরবি।
সান্তোস সমর্থকদের জন্য নেইমারের মাঠে ফেরা বহু প্রতীক্ষিত ছিল।
গত পাঁচ ম্যাচে চার হারে ক্লাবটি বর্তমানে ব্রাজিলিয়ান লিগ টেবিলের একেবারে নিচের দিকে অবস্থান করছে। গত এপ্রিলের মাঝামাঝি অ্যাতলেতিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচে বাঁ পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান নেইমার। এটি ছিল তার চলতি মৌসুমের দ্বিতীয় বড় ইনজুরি।
ব্রাজিলিয়ান লিগে আগামী রোববার সান্তোসের পরের ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে নেইমারকে।
আগামী মাসে শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হবে নেইমারের। ক্লাবটিতে নতুন চুক্তি আর তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে এখনও।
কমেন্ট