উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও দ্রুত নির্বাচনের দাবি জানাল বিএনপি
ইন্টারকে পেছনে ফেলে ইতালির চ্যাম্পিয়ন নাপোলি
নাটকীয় এক মৌসুম শেষে শুক্রবার রাতে ক্যাগলিয়ারির বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে সিরি আ শিরোপা নিশ্চিত করেছে নাপোলি। ম্যাচে গোল করেন স্কট ম্যাকটমিনে ও রোমেলু লুকাকু। লিগে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শেষ ম্যাচে এসে ইন্টার মিলানকে ১ পয়েন্টে পেছনে ফেলে কাঙ্ক্ষিত সাফল্য পেলো ম্যারাডোনার নাপোলি।
এর আগে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার কাঁধে ভর দিয়ে দুইবার লিগ শিরোপা জিতেছিল নাপোলি।
তার নামেই রাখা ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়াম শুক্রবার পরিণত হয় উৎসবমুখর এক নাট্যমঞ্চে।
ভিন্ন সমীকরণ সামনে নিয়ে একই সময়ে কোমোর বিপক্ষে অপর এক মাঠে নেমেছিল শিরোপাপ্রত্যাশী ইন্টার মিলান। তাদের দরকার ছিলো জয়ের পাশাপাশি নাপোলির ড্র প্রত্যাশা। ইন্টার নিজেদের কাজ ঠিকঠাক করলেও, একই ব্যবধানে জয় পায় নাপোলি।
এর ফলে শেষ পর্যন্ত নাপোলির হাতেই উঠে শিরোপা। সিরি আ টেবিলে ৩৮ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে নাপোলি। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে রানার্সআপ ইন্টার মিলান।
এই জয়ের মাধ্যমে গত তিন মৌসুমে দ্বিতীয়বার এবং মোট চতুর্থবারের মতো ইতালিয়ান চ্যাম্পিয়ন হলো নাপোলি।
একই সময়ে ম্যাচ হওয়ায় ভক্তদের নজর থাকে আলাদা দুই ম্যাচের উপর।
শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে নাপোলি। জিয়াকোমো রাসপাদোরির শট অল্পের জন্য পোস্ট ছাড়িয়ে যায়। এরপর আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আঙ্গুইসার হেড লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা বাড়ে।
ম্যাচের ২০তম মিনিটে কোমোতে ইন্টারের গোলের খবরে কিছুটা চাপে পড়ে যায় গ্যালারি।
কমেন্ট