ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক শুবমান গিল

ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক শুবমান গিল

ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শুবমান গিলের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২০ জুন থেকে শুরু হওয়া ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি দলের নেতৃত্ব দেবেন। উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্তকে সহ-অধিনায়ক করা হয়েছে।

রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় অধিনায়কের পদটি শূন্য হয়।


এর আগে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সহ-অধিনায়ক এবং রোহিত শর্মার অনুপস্থিতিতে দুই টেস্টে অধিনায়কত্ব করা যশপ্রীত বুমরাহ এবার সহ-অধিনায়কের ভূমিকা থেকেও সরে গেলেন। ভারত ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, ‘সব রকম বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। গত এক বছরে শুবমানকে নিয়ে আমরা ভাবনা-চিন্তা করেছি। ড্রেসিংরুম থেকেও আমরা মতামত নিয়েছি।আমরা বিশ্বাস করি, আমরা সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছি।’


গিল আগে কোনো টেস্ট বা ওডিআই ম্যাচে অধিনায়কত্ব করেননি। তবে ২০২৪ সালের জিম্বাবুয়ে সফরে ভারতের বেশ কিছু মূল খেলোয়াডড়দের বিশ্রামে তিনি পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। গিল ২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে টেস্ট অভিষেকের পর থেকে ৩২টি টেস্ট খেলেছেন, যেখানে তিনি ১৮৯৩ রান করেছেন ৩৫.০৫ গড়ে।


 তবে তার ঘরের মাঠে গড় ৪২.০৩ হলেও বিদেশের মাঠে গড় ২৭.৫৩। এই সফর হবে ইংল্যান্ডে গিলের প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সফর। 

ইন্টারকে পেছনে ফেলে ইতালির চ্যাম্পিয়ন নাপোলি পরবর্তী

ইন্টারকে পেছনে ফেলে ইতালির চ্যাম্পিয়ন নাপোলি

কমেন্ট