জর্দানের উদ্দেশে দেশ ছেড়েছে নারী ফুটবল দল

জর্দানের উদ্দেশে দেশ ছেড়েছে নারী ফুটবল দল

জর্দানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। স্বাগতিক জর্দান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলা দুটি ম্যাচই ফিফা উইমেন্স ইন্টারন্যাশনাল ম্যাচ উইন্ডোর অংশ।

বাংলাদেশ দল মানামা বাহরাইন হয়ে জর্দানের রাজধানী আম্মানে পৌঁছাবে। আগামী ৩১ মে স্বাগতিক জর্দানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন মারিয়া মান্দা-আফঈদা খন্দকাররা।


দ্বিতীয় ম্যাচ ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই টুর্নামেন্ট শেষেই এশিয়ান বাছাই কাপ খেলতে মায়ানমারে যাবে বাংলাদেশ দল। 
আগামী ২৩ জুন শুরু হয়ে এশিয়ান কাপ শেষ হবে ৫ জুলাই। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মায়ানমার, তুর্কমেনিস্তান ও বাহরাইন।


এর আগে ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 
২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন ৯ জন বিদ্রোহী ফুটবলার। তবে সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়ার মতো সাফজয়ী দলের তারকারা সুযোগ পাননি কোচ পিটার বাটলারের দলে।

 

ঘরোয়া ট্রেবলে মৌসুম শেষ বার্সেলোনার, লেভানদোস্কির জোড়া গোল পরবর্তী

ঘরোয়া ট্রেবলে মৌসুম শেষ বার্সেলোনার, লেভানদোস্কির জোড়া গোল

কমেন্ট