বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ৭ জুন ঈদুল আজহা
নেইমারকে ব্রাজিল দলে না রাখার ব্যাখ্যা দিয়েছেন আনচেলত্তি
সান্তোসের হয়ে তিন দিন আগে মাঠে ফিরেছেন নেইমার। তবে ক্লাবের হয়ে ফিরলেও ব্রাজিল দলের জার্সি গায়ে চড়াতে অপেক্ষা বাড়ছে তার। আগামী জুনে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের স্কোয়াডে যে তাকে রাখেননি নতুন কোচ কার্লো আনচেলত্তি।
নেইমার না থাকায় ব্রাজিলের অনেক সমর্থকই অবাক হয়েছেন।
ফরোয়ার্ডকে কেন রাখেননি তার ব্যাখ্যা অবশ্য দিয়েছেন আনচেলত্তি। গতকাল আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে সংবাদ সম্মেলনে ৬৫ বছর বয়সী কোচ বলেছেন, ‘এই মুহূর্তে শারীরিক দিক থেকে ভালো অবস্থায় আছে, এমন খেলোয়াড়দেরই দলে নেওয়ার চেষ্টা করেছি আমি। নেইমার অবশ্যই বিবেচনায় আছে। আমরা তার সেরাটা দেখতে চাইছি।
নেইমার দলের কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় তা সবাই জানে। বিশ্বকাপে খেলার উদ্দেশে ব্রাজিলে ফিরেছে, সেভাবে প্রস্তুতিও নিচ্ছে সে। আমিও চাই, বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকুক সে। আজ (কাল) সকালেই তার সঙ্গে খোলাখুলি কথা বলেছি।
’
তবে ২৬ সদস্যের দলে ফেরানো হয়েছেন কাসেমিরো, রিচার্লিসনদের মতো অভিজ্ঞদের। দুজনই প্রায় ২ বছর পর ব্রাজিলের হয়ে খেলবেন। নেইমারের মতোই সর্বশেষ ২০২৩ সালে অক্টোবরে ম্যাচ খেলেছেন তারা। কাসিমেরোর ফেরার বিষয়ে আনচেলত্তি বলেছন, ‘আমার মতে, সে অনেক বড় মাপের খেলোয়াড়। সৌভাগ্যবান (রিয়ালে থাকতে) তাকে দলে পেয়েছিলাম।
আমার মতে জাতীয় দলে এমন একজন খেলোয়াড়ের প্রয়োজন যার মধ্যে ক্যারিশমা, ব্যক্তিত্ব ও প্রতিভা আছে। ব্রাজিলে সব সময়ই প্রতিভাবান খেলোয়াড় থাকে।আধুনিক ফুটবলে অবশ্য শুধু প্রতিভা নয়, মানসিকভাবে দৃঢ় থাকতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। কাসেমিরোর মধ্যে সেসব আছে। দলে যাদের ডাকা হয়েছে, তাদের মধ্যেও এই গুণগুলো আছে।’
আগামী ৫ জুন ব্রাজিলের ডাগআউটে অভিষেক হবে আনচেলত্তির। সেদিন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর। আর প্যারাগুয়ের বিপক্ষে সেলেসাওরা দ্বিতীয় ম্যাচটি খেলবে ১০ জুন।
কমেন্ট