বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশ দেবে বিসিবি

বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশ দেবে বিসিবি

কয়েক বছর ধরেই বিপিএল ফ্র্যাঞ্চাইজির চাওয়া ছিল আসরের লভ্যাংশ যেন দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তাদের কথায় কখনো কর্ণপাত করেনি বিসিবি। এবার ফ্র্যাঞ্চাইজির সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে।

বিপিএলের দলগুলাকে সুখবর দিয়েছে বিসিবি।


টুর্নামেন্টের লভ্যাংশ পাবে দলগুলো। আজ বিসিবির গভর্নিং কাউন্সিলের সভা শেষে এমনটি জানানো হয়েছে। সর্বশেষ হওয়া একাদশ আসর থেকেই ফ্র্যাঞ্চাইজি লভ্যাংশ পাবে বলে নিশ্চিত করেছে বিসিবি। প্লে অফে সুযোগ পাওয়া ৪ দল পাবে ৫৫ লাখ টাকা।

আর বাকি তিন দল পাবে ৪৫ লাখ টাকা।
তবে টিকিটের লভ্যাংশ পেতে হলে কিছু শর্ত মানতে হবে দলগুলোকে। অন্যতম হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক পুরোপুরি পরিশোধ করতে হবে। যারা পরিশোধ করবে না তাদের কত শতাংশ বকেয়া রয়েছে সেটা নিশ্চিত হয়ে বাকি লভ্যাংশ দলগুলোকে দেবে।


অর্থাৎ, কারো যদি বকেয়া থাকে তাহলে সম পরিমাণ অর্থ শোধ করার পর যতটুকু পাবে দলগুলো তা বুঝিয়ে দিবে বিসিবি। 
খেলোয়াড়দের বাকি পারিশ্রমিক ঈদুল আজহার আগেই পরিশোধ করার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে সময় বেঁধে দিয়েছি বিসিবি। বারবার নোটিশ পাঠানোর পরেও যেসব দল বকেয়া পরিশোধ করছে না তাদের বিরুদ্ধে বিসিবি আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

 

নেইমারকে ব্রাজিল দলে না রাখার ব্যাখ্যা দিয়েছেন আনচেলত্তি পরবর্তী

নেইমারকে ব্রাজিল দলে না রাখার ব্যাখ্যা দিয়েছেন আনচেলত্তি

কমেন্ট