স্টোকস-ব্রুকদের অতিরিক্ত মদ্যপান নিয়ে অস্বস্তিতে ইংল্যান্ড

স্টোকস-ব্রুকদের অতিরিক্ত মদ্যপান নিয়ে অস্বস্তিতে ইংল্যান্ড

হারের দুঃখ, কষ্ট ভুলতে এক পেগ হাতে যে পার্টি করবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা, সেটা করতে গিয়েও এখন ভাবতে হবে বেন স্টোকস-জো রুটদের। মদের কাপে চুমুক দেওয়ার আগে ভাবতে হবে বেশি দিয়ে ফেলছেন কিনা।

কেননা স্টোকস-হ্যারি ব্রুকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মদ্যপানে ডুবে থাকায় তার প্রভাব মাঠে পড়েছে। ২ টেস্ট বাকি থাকতেই ৩-০ ব্যবধানে অ্যাশেজ হারায় ইংলিশ ক্রিকেটারদের ধুয়ে দিচ্ছেন সাবেক ক্রিকেটারসহ সংবাদমাধ্যমগুলো।


তিন টেস্ট ১১ দিনে হারায় অনেকে মনে করছেন ছুটিতে ক্রিকেটাররা অতিরিক্ত মদ্যপান করায় এমনটা হয়েছে। বিষয়টা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি।
টেলিগ্রাফসহ যুক্তরাজ্যের অন্যান্য সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে লিখেছে, ব্রিসবেন টেস্টে হারের পর টানা ৬ দিন নুসা সৈকতে খেলোয়াড়রা মদ্যপানে মগ্ন ছিলেন। সংবাদমাধ্যমগুলো এই ছুটিকে ‘স্ট্যাগ ডু’ বা মদ্যপানের আসর বলছে।


সেই ছুটি নিয়ে রব কি বলেছেন, ‘টানা ৬ দিন খেলোয়াড়দের মদ্যপানের গল্প—এটা অগ্রহণযোগ্য। কি ঘটেছিল আমরা সেটা খতিয়ে দেখব।’
ঘটনা সত্যি হলে সেটা মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন রব কি। তিনি বলেছেন, ‘যদি স্ট্যাগ ডুর ঘটনা সত্যি হয় এবং খেলোয়াড়রা অতিরিক্ত মদ্যপান করে তাহলে সেটা মেনে নেওয়া হবে না।


মদ্যপান সংস্কৃতির সঙ্গে আমি একমত নই। এই সংস্কৃতিকে অপছন্দ করি।’

ভারতের নামে আইসিসিতে অভিযোগ জানাবে পাকিস্তান পরবর্তী

ভারতের নামে আইসিসিতে অভিযোগ জানাবে পাকিস্তান

কমেন্ট