সংবিধানের দুর্বলতা দূর করার জন্যই জুলাই সনদ এবং গণভোট: আলী রীয়াজ
ট্রাম্পের কারণে ফুটবল বিশ্বকাপেও ‘বয়কট’ প্রসঙ্গ
গ্রিনল্যান্ড ইস্যু ও যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিকে কেন্দ্র করে বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা বাড়ছেই। এই প্রেক্ষাপটে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জিবি নিউজের খবরে বলা হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হলে ইংল্যান্ড ও স্কটল্যান্ড বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ না নেওয়ার আহ্বান ইতোমধ্যে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উঠেছে। এমনকি এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দিকেও চাপ দেওয়া হচ্ছে।
এ তালিকায় জার্মানির নামও আলোচনায় এসেছে। তবে দেশটির ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী ক্রিস্টিয়ানে শেন্ডারলাইন স্পষ্ট করে জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রীড়া আসরে অংশগ্রহণ বা বয়কটের সিদ্ধান্ত রাজনীতিকদের নয়, সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার এখতিয়ার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) ও ফিফা।
যদিও বিশ্বকাপ বয়কটের আলোচনা এখনো প্রাথমিক স্তরেই রয়েছে, তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী রাজনৈতিক অবস্থানের কারণে উদ্বেগ পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্ভাব্য বয়কটের তালিকায় আরও যেসব দেশের নাম শোনা যাচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।
কমেন্ট