অতিরিক্ত সময় ব্যবহার করলেই তিরস্কার করবে ইনস্টাগ্রাম!

অতিরিক্ত সময় ব্যবহার করলেই তিরস্কার করবে ইনস্টাগ্রাম!

ব্যবহারকারীরা কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করেন, জানাবে খোদ ইনস্টাগ্রামই। শুধু তা-ই নয়, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সময় ব্যবহার করলেই তিরস্কার করে বার্তাও পাঠাবে। ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের আসক্তি কমাতেই এ উদ্যোগ। এ জন্য ‘ইউসেজ ইনসাইটস’ নামের নতুন ফিচার চালুর জন্য পরীক্ষাও করছে ছবি ও ভিডিও বিনিময়ের অ্যাপটি। ইনস্টাগ্রামে প্রবেশ করলেই সময় গণনা করতে থাকবে ফিচারটি। অ্যাকাউন্ট বন্ধ করার সময় ব্যবহারকারীরা কতক্ষণ ইনস্টাগ্রামে ছিলেন তা হিসাব করে বার্তা পাঠাবে। শুধু তা-ই নয়, ফিচারটির সাহায্যে ইনস্টাগ্রাম ব্যবহারের আগে সময়ও নির্দিষ্ট করা যাবে। ফলে ব্যবহারকারীদের নির্দিষ্ট করা সময় পার হলেই সতর্কবার্তা দিতে থাকবে অ্যাপটি। এর পরও বন্ধ না করলে তিরস্কার করে বার্তা পাঠাবে। সব কিছু ঠিক থাকলে শিগগিরই অ্যানড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু হবে।
ইনস্টাগ্রামে নতুন সুবিধা পূর্ববর্তী

ইনস্টাগ্রামে নতুন সুবিধা

কৃষ্ণগহ্বরে যাচ্ছে হকিংয়ের কণ্ঠ পরবর্তী

কৃষ্ণগহ্বরে যাচ্ছে হকিংয়ের কণ্ঠ

কমেন্ট