ভিসা চালুর বিষয়ে অগ্রগতি অর্জিত হওয়ায় ইউএই’কে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
পাকিস্তানের আকাশপথ এড়িয়ে চলছে বেশিরভাগ বিদেশি ফ্লাইট
ভারতের হামলার পর পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বেশিরভাগ বিদেশি ফ্লাইট— এমন তথ্য জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ (Flightradar24)। খবর আল জাজিরার।
এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বেশিরভাগ ফ্লাইট পাকিস্তানের আকাশপথ এড়িয়ে চলছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, পাকিস্তানের বিমানবন্দরে যাচ্ছে বা পাকিস্তানের ওপর দিয়ে ওভারফ্লাইট হিসেবে যাচ্ছিল— বিভিন্ন দেশের এমন ফ্লাইটগুলো বিকল্প পথ ব্যবহার করছে। তবে পাকিস্তানি বিমান সংস্থাগুলোর ফ্লাইটগুলো এখনও তাদের নির্ধারিত গন্তব্যে উড়াল দিচ্ছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থা ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তাদের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। দেশটির রাজস্থান, পাঞ্জাবসহ সীমান্তবর্তী কয়েকটি নগরেও উড়োজাহাজ চলাচল বাতিল করা হয়েছে।
‘এক্সটার্নাল’ নামের একটি প্রতিষ্ঠান এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, ফিনএয়ার, এমিরেটস, টার্কিশ কার্গো ও সাউদিয়া তাদের ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করেছে।
এ ছাড়া ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর, অমৃতসরসহ ভারতের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের অন্যতম একটি উড়োজাহাজ সংস্থা স্পাইসজেট জানায়, ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে এসব বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইন্ডিগো এয়ারলাইন্সও তাদের অনেক ফ্লাইট স্থগিত করেছে। এক্সে দেওয়া এক পোস্টে ইন্ডিগো জানায়, পরিবর্তিত পরিস্থিতির কারণে ওই সব নগর থেকে তাদের ফ্লাইট স্থগিত করা হয়েছে।
ভারতের আরেক প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া বলেছে, আজ স্থানীয় সময় দুপুর পর্যন্ত জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটে চলাচল করা তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটের পথ পরিবর্তন করে রাজধানী দিল্লিতে পাঠিয়েছে এয়ার এন্ডিয়া।
অন্যদিকে পাকিস্তানের লাহোর, করাচিসহ তাদের কয়েকটি বড় শহরের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। রাজধানীর ইসলামাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরসহ পাকিস্তানের বড় কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
ফ্লাইটরাডার২৪ আরও জানিয়েছে, অনেক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা এড়াতে ঘুরে অন্য পথে যাছে।
এয়ার ফ্রান্স মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তাদের সব ফ্লাইট পাকিস্তানের ওপর দিয়ে চলাচল স্থগিত থাকবে।
কমেন্ট