ক্যাথলিক বিশ্বের নতুন পোপ নির্বাচিত হয়েছেন রবার্ট প্রিভোস্ট

ক্যাথলিক বিশ্বের নতুন পোপ নির্বাচিত হয়েছেন রবার্ট প্রিভোস্ট

ক্যাথলিক বিশ্বের নতুন পোপ নির্বাচিত হয়েছেন রবার্ট প্রিভোস্ট। সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হওয়ার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তার নাম ঘোষণা করা হলো। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৮ মে) বিকেলে কার্ডিনালদের গোপন ভোটাভুটির মাধ্যমে তিনি পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচিত হয়েছেন। খবর বিবিসির।

এদিন বিকেলে সিস্টিন চ্যাপেলে ১৩৩ জন কার্ডিনালদের চতুর্থ ধাপের ভোটে নতুন পোপ নির্বাচন করা হয়। এরপর সেন্ট পিটারের ব্যাসিলিকার প্রধান কেন্দ্রীয় লোগিয়ার বারান্দা থেকে ফরাসি কার্ডিনাল ও প্রোটোডিয়াকন ডমিনিক মাম্বার্টি নতুন পোপের নাম ঘোষণা করেন।


এর আগে গতকাল বুধবার সকালে প্রার্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয় পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা। এই আয়োজনে সভাপতিত্ব করেন ৯১ বছর বয়সী কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে। এবার ২৬৭তম পোপ নির্বাচন করলেন কার্ডিনালরা, যে নির্বাচন প্রক্রিয়াকে কনক্লেভ বলা হয়।

আজ বৃহস্পতিবার খুব ভোরেই সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জড়ো হন বিপুলসংখ্যক সাধারণ মানুষ। সবার ধারণা ছিল আজ হয়তো চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হবে, জানা যাবে পরবর্তী পোপের নাম। কিন্তু সকাল ১১টায় তৃতীয় রাউন্ডের ভোটের পরও দেখা গেল কালো ধোঁয়া। এরপর বিকেল শুরু হয় চতুর্থ ধাপের ভোট। এরপরই সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করে। 

ভারতের সীমান্ত ‘সিল’, দেখামাত্র গুলির নির্দেশ: রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা জারি পরবর্তী

ভারতের সীমান্ত ‘সিল’, দেখামাত্র গুলির নির্দেশ: রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা জারি

কমেন্ট