ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন এলাকা ‘ব্লকেড’
পাকিস্তানে লস্কর-ই-তাইবার নেতা নিহত
পাকিস্তানের সিন্ধু প্রদেশে নিহত হয়েছেন লস্কর-ই-তইবা নেতা রাজুল্লাহ নিজামনি ওরফে আবু রাজুল্লাহ। সইফুল্লাহ খালিদ নামেও তিনি পরিচিত ছিলেন বলে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে। নেপালে লস্করের ইউনিট তৈরির কাজ তিনি করছিলেন বলে জানা গেছে। বেশ কয়েক বছর ধরে সে নেপালে বসবাস করছিলেন।
বিয়ে করেছিলেন স্থানীয় নারী নাগমা বানুকে।
ভারতের বেশ কয়েকটি হামলায় তিনি মূল পরিকল্পনাকারী ছিলেন বলে ভারত দাবি করেছে। ভারতে মূলত তিনটি বড় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনাকারী ছিল লস্কর-ই-তৈয়বার (এলইটি) শীর্ষস্থানীয় নেতা আবু রাজুল্লাহ। ২০০৫ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস (আইএসসি) হামলা, ২০০৬ সালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দপ্তরে হামলা এবং ২০০৮ সালে রামপুরে সিআরপিএফ ক্যাম্প হামলার মূল চক্রী ছিল বলেও ভারত দাবি করেছে।
তবে ওই ব্যক্তিকে কে বা কারা গুলি করে হত্যা করেছ, তা এখনো স্পষ্ট নয়। নেপালে ওই ব্যক্তি বিনোদ কুমার নামে বসাবাস করতেন বলে জানা গেছে। রাজুল্লাহ নিজামনি ওরফে আবু রাজুল্লাহর মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত পাকিস্তান সরকারের তরফ থেকে কোনো মন্তব্য মেলেনি।
কমেন্ট