দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠ করার জন্য নির্দেশনা, প্রজ্ঞাপন জারি
সিরিয়ার ওপর থেকে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি ইইউ
বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনকে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মঙ্গলবার সিরিয়ার ওপর থেকে অবশিষ্ট সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস এক্স -এ লেখেন, ‘আজ আমরা সিরিয়ার ওপর আরোপিত আমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমরা সিরিয়ার জনগণকে একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে সহায়তা করতে চাই।’ এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে রিয়াদে এক ঘোষণায় সিরিয়ার ওপর থেকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন।
আসাদের পতনের পর সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী আন্তর্জাতিক অবরোধের বোঝা থেকে মুক্তির জন্য বারবার আহ্বান জানিয়ে আসছিল। আসাদের শাসনামলে সরকারবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে।
ইইউ কূটনীতিকরা জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সিরিয়ার ব্যাংকগুলোর ওপর আন্তর্জাতিক লেনদেনের প্রতিবন্ধকতা এবং কেন্দ্রীয় ব্যাংকের স্থগিতকৃত সম্পদ মুক্ত হবে। তবে পাশাপাশি ইইউ সিদ্ধান্ত নিয়েছে যে, যারা জাতিগত উত্তেজনা উসকে দিয়ে সাম্প্রতিক সময়ে আলাওয়ি সংখ্যালঘুদের ওপর প্রাণঘাতী হামলার পেছনে দায়ী, তাদের বিরুদ্ধে নতুনভাবে ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হবে।
এ ছাড়া, আসাদ শাসনামলের কিছু নিষেধাজ্ঞা—যেমন অস্ত্র বা দমনমূলক সরঞ্জাম বিক্রির ওপর নিষেধাজ্ঞা—চলমান থাকবে। ইইউ’র এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি বলেছেন, ‘এই নিষেধাজ্ঞা প্রত্যাহার আন্তর্জাতিকভাবে দামাস্কাসের প্রতি সমর্থনের একটি ইঙ্গিত।’
তিনি আরো বলেন, ‘আজ সিরিয়ার জনগণের জন্য তাদের দেশ পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে।’ এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে ইইউ সিরিয়ার কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত থেকে আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল।
তবে কর্মকর্তারা সতর্ক করেছেন, সিরিয়ার নতুন নেতৃত্ব যদি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি ভঙ্গ করে কিংবা গণতন্ত্রে অগ্রসর না হয়, তাহলে এই শিথিলতা আবারও প্রত্যাহার করা হতে পারে।
কমেন্ট