প্রধান উপদেষ্টা পদত্যাগ করছে না, আমাদের সঙ্গেই থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা
ক্ষমতায় থাকতেই গাজা যুদ্ধ চালাচ্ছেন নেতানিয়াহু, মনে করেন অধিকাংশ ইসরায়েলি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ জেতা বা জিম্মিদের মুক্ত করার চেয়ে ক্ষমতায় থাকার দিকেই বেশি মনোযোগী—এমনটাই মনে করছেন ইসরায়েলিদের বড় অংশ। শুক্রবার (২৩ মে) রাতে ইসরায়েলের চ্যানেল ১২ নিউজের এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে।
ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, জনমত জরিপে প্রশ্ন করা হয়, ‘নেতানিয়াহুর মূল লক্ষ্য কী বলে আপনি মনে করেন?’—জবাবে ৫৫ শতাংশ উত্তরদাতা বলেন, ‘ক্ষমতায় থাকা।’ ৩৬ শতাংশ বলেন, ‘জিম্মিদের মুক্ত করা।
’ বাকি ৯ শতাংশ নিশ্চিত নন আসলে নেতানিয়াহু কী চান।
জিম্মিদের মুক্তির পরিবর্তে ‘যুদ্ধ জয়’ বলা হলে উত্তরদাতাদের মতামত প্রায় একই থাকে।
জরিপে আরেকটি প্রশ্ন ছিল, ‘জিম্মি মুক্তির বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি কেন?’— এতে ৫৩ শতাংশ মত দেন রাজনৈতিক কারণের জন্য, ৩৮ শতাংশ বলেন যৌক্তিক কারণ, আর ৯ শতাংশ নিশ্চিত নন।
গাজা যুদ্ধ নিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলন করে নেতানিয়াহু।
সেখানে তিনি জনগণকে কতটা বিশ্বাসযোগ্যভাবে বোঝাতে পেরেছেন বলে মনে হয়েছে—এমন প্রশ্নে ৬২ শতাংশ বলেন, তিনি বোঝাতে ব্যর্থ হয়েছেন। ৩৪ শতাংশ বলেন, তিনি পেরেছেন। ৪ শতাংশ নিশ্চিত নন।
‘কাতারগেট’ নামে পরিচিত এক মামলায় নেতানিয়াহুর শীর্ষ উপদেষ্টারা কাতারের হয়ে কাজ করছেন—এ বিষয়ে নেতানিয়াহু জানতেন না বলে তার বক্তব্যে কতজন বিশ্বাস করেন?—এই প্রশ্নে ৫৮ শতাংশ বলেন তারা বিশ্বাস করেন না, ৩০ শতাংশ বিশ্বাস করেন এবং ১২ শতাংশ অনিশ্চিত।
তবে জোট সরকারপন্থীদের মধ্যে ৫৮ শতাংশ নেতানিয়াহুকে বিশ্বাস করেন এবং ২৭ শতাংশ করেন না।
জরিপে আরও দেখা যায়, দেশের বর্তমান সংকটময় অবস্থায় সরকার আগামী বছরের নির্ধারিত নির্বাচন বাতিল করতে পারে—এমন সম্ভাবনা রয়েছে বলে ৫০ শতাংশ বিশ্বাস করেন। ৩৫ শতাংশ মনে করেন এটি সম্ভব নয়।
জরিপে কতজন উত্তরদাতা অংশগ্রহণ করেছিলেন সে তথ্য প্রকাশ করেনি টিভি চ্যানেলটি।
কমেন্ট