তুরস্কে আইএস সদস্য সন্দেহে গ্রেপ্তার ১১৫

তুরস্কে আইএস সদস্য সন্দেহে গ্রেপ্তার ১১৫

তুরস্কে বছর শেষের ছুটির মৌসুমে হামলার পরিকল্পনার সন্দেহে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর কথিত ১১৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর।

তার দপ্তর জানায়, বড়দিন ও নববর্ষ উদযাপনের সময় আইএসের ‘হামলার পরিকল্পনা’ সংক্রান্ত গোয়েন্দা তথ্য পাওয়ার পর ১৩৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, যাদের মধ্যে এখন পর্যন্ত ১১৫ জনকে আটক করা হয়েছে।

সিরিয়ার সঙ্গে তুরস্কের ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে জিহাদি গোষ্ঠীগুলো এখনো সক্রিয়।

সম্প্রতি ওয়াশিংটন বলেছে, ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরায় এক আইএস বন্দুকধারীর হামলায় দুই মার্কিন সেনা এবং এক মার্কিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।


এই সপ্তাহে তুরস্কের গোয়েন্দা সংস্থা আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আইএস গোষ্ঠীতে ‘শীর্ষ ভূমিকা’ রাখা এক তুর্কি নাগরিককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারের সময় মেহমেত গোরেন নামের ওই ব্যক্তির বিরুদ্ধে আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক এবং ইউরোপে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা সংগঠনের অভিযোগ ছিল বলে জানানো হয়। পরে তাকে তুরস্কে স্থানান্তর করা হয়েছে।

 

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থের’ অন্তর্ভুক্ত করেছে বেইজিং পরবর্তী

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থের’ অন্তর্ভুক্ত করেছে বেইজিং

কমেন্ট